রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন কৃতজ্ঞতা জানিয়েছেন পাবনাবাসীর প্রতি। এলাকার সন্তানের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর পাবনার সর্বস্তরের মানুষের ভালোবাসা দেখে তিনি মুগ্ধ। রাষ্ট্রের প্রতি গুরুদায়িত্ব পালনে সবার সহযোগিতা এবং দোয়া চাইলেন।
মঙ্গলবার (১৬ মে) বিকেলে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে পাবনাবাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানান।
পাবনায় সফরের দ্বিতীয় দিন দুপুর থেকে পাবনাবাসীর গন্তব্য এডওয়ার্ড কলেজ মাঠের দিকে। ঘরের সন্তান মহামান্য রাষ্ট্রপতিকে একনজর দেখতে উপচে পড়া ভীড়।
পাবনার ইতিহাসে প্রথমবার রাষ্ট্রপতিকে পেয়ে আপ্লুত পাবনাবাসী।
সাংবিধানিক সর্বোচ্চ পদে দায়িত্ব পালনে দায়িত্ববোধের কথা জনগণকে স্মরণ করিয়ে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বক্তব্যের শুরুতে আবেগতাড়িত হয়ে যান পাবনার সন্তান এই বীর মুক্তিযোদ্ধা নিজেকে ‘চুপ্পু ভাই’ হিসেবে পরিচয় দিতে গর্ববোধের কথা জানান।
রাষ্ট্রপতি অভিযোগ করেন, বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক সরকারগুলো সংবিধানের মূল্যবোধকে ছিন্নভিন্ন করেছে। তাই সংবিধানের মূলনীতিকে রক্ষায় সাংবিধানিক চর্চাকে ধরে রাখার আহবান জানান রাষ্ট্রপতি।
বাংলাদেশ ঋণখেলাপি নয় উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশকে শ্রীলঙ্কা সমতুল্যকারীদের কড়া সমালোচনা করেন। আগামী নির্বাচনকে জরুরী উল্লেখ করে অস্তিত্বের প্রশ্নে গণতান্ত্রিক শক্তিকে নির্বাচিত করার আহবান জানান তিনি।
পরে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন রাষ্ট্রপতিসহ অতিথিরা।
এমি/দীপ্ত নিউজ