পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় জলবায়ুর নেতিবাচক পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ ও পৃথিবীর ভয়াবহতার ভবিষ্যৎ চিত্র তুলে ধরা হয়েছে অ্যানিমেশন চিত্র টুমোরোতে। পরিবেশ ও জলবায়ু নিয়ে শিক্ষণীয় চিত্র হওয়ায় দেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের সপ্তম শ্রেণির শিক্ষক সহায়িকা বইয়ে জায়গা করে নিয়েছে টুমোরো।
বৈশ্বিক উষ্ণায়নের কারণে অ্যান্টার্কটিকা ও হিমালয়ের বরফ গলে গেলে ভবিষ্যতে বাংলাদেশসহ পুরে পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্ম কীভাবে ঝুঁকির মধ্যে পড়তে পারে, তা দেখানো হয়েছে অ্যানিমেশন চিত্র টুমোরোতে।
কাজী মিডিয়া লিমিটেডের পরিচালক কাজী জাহিন হাসান ও কাজী জিসান হাসানের গল্প, ভাবনা ও প্রযোজনায় ‘টুমোরো‘ পরিচালনা করেছেন মোহাম্মদ শিহাব উদ্দিন।
চলচ্চিত্রটি ২০১৯ সালের ২৯ নভেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে প্রচারিত হয়। বাংলাসহ ১২টি ভাষায় করা টুমোরো বিশ্বের ১১৪টি চলচ্চিত্র উৎসবে সিলেক্ট হয়েছে। পুরস্কার পেয়েছে অর্ধশতাধিক।
দেশে জলবায়ুর নেতিবাচক পরিবর্তনের প্রভাব নিয়ে সচেতনতা বাড়াতে সপ্তম শ্রেণির শিল্প ও সংস্কৃতি শিক্ষক সহায়িকা বইয়ের প্রাণ প্রকৃতি অধ্যায়ে, এই এনিমেশন চিত্র দেখার জন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা হচ্ছে। এতে জলবায়ু পরিবর্তন সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়বে।
শিক্ষার্থীরা জানায়, টুমোরো অ্যানিমেশনে আমরা পরিবেশের ক্ষতি কীভাবে করছি; সেগুলো তুলে ধরা হয়েছে।
জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য পরিবেশ বিপর্যয় রুখতে এমন শিক্ষণীয় অ্যানিমেশন চিত্র তৈরি করার আহ্বান জানান উদয়ন স্কুল ও কলেজের অধ্যক্ষ জহুরা বেগম।
উদয়ন স্কুল ও কলেজের শিক্ষক ইসমিতা দাস তুলি বলেন, শিক্ষার্থীরা পড়ার সঙ্গে সঙ্গে ভিজ্যুয়ালি দেখার কারণে তাদের মধ্যে বিষয়টি দীর্ঘ মনে থাকবে।
শিক্ষাবিদদের মতে, পাঠ্য বইয়ের তথ্যের সঙ্গে এই ধরনের শিক্ষণীয় ভিডিও থেকে শিক্ষার্থীদের যে উদ্দীপনা তৈরি হয়, তা সমাজে ও বিশ্বে ছড়িয়ে পড়বে। যা পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউট পরিচালক ড. আব্দুল হালিম বলেন, ভিজ্যুয়ালি যেকোনো বিষয় শিক্ষার্থীদের মনে গেঁথে যায়। যে কারণে জলবায়ু পরিবর্তনের বিষয়ে আমাদের শিক্ষার্থীরাও সচেতন থাকবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী বলেন, ভিডিও চিত্রের মাধ্যমে প্রকৃতির বিষয়গুলো শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হয়েছে। এতে শিক্ষার্থীরা পরিবেশের বিষয়ে আরও সচেতন হবে।
শিক্ষাবিদরা বলছেন মূল বইয়ের তথ্য আলোচনার সঙ্গে টুমোরোর মতো অ্যানিমেশন মুভি দেখলে ছোটো থেকেই পরিবেশ সম্পর্কে সচেতন হবে ক্ষুদে শিক্ষার্থীরা। পরিবেশকে বাঁচাতে হয়তো এদের মধ্যেই কেউ একজন, আগামীতে হয়ে উঠবে টুমোরো মুভির মূল চরিত্রের রাতুল।