প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বে পাটের বিশাল বাজার রয়েছে। সেটি ধরতে প্রচার–প্রচারণার ব্যবস্থা করতে হবে। পরিবেশবান্ধব পণ্য হিসেবে পাট ব্যবহারে সুযোগ বেড়েছে। পাট থেকে উৎপাদিত রপ্তানিপণ্যে প্রণোদনা দেয়া হবে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পাট শিল্পকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছিল, যা মোটেও শুভ ছিল না। পাটকলগুলোকে আধুনিকায়ন করা হয়েছে। পাটের জন্য রহস্য উদ্ভাবনের মাধ্যমে পাট ও পাট শিল্পের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। নতুন নতুন পণ্য উৎপাদন বৃদ্ধি ও বাজার খুঁজতে হবে।
শেখ হাসিনা বলেন, রাষ্ট্রায়াত্ব পাটকলগুলোর শ্রমিকদের সব পাওনা সরকার বুঝিয়ে দিয়েছে। এরইমধ্যে কয়েকটি পাটকল বেসরকারি খাতে দেয়া হয়েছে। তাদের কলকারখানায় অত্যাধুনিক মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি সংযোজনের আহ্বান জানান সরকার প্রধান।
অনুষ্ঠান শুরুতে পাট খাতের সমৃদ্ধির ধারা চলমান রাখতে এবং এই খাতে বিশেষ অবদান রাখার জন্য এ বছর পাট দিবসে ১১টি ক্যাটাগরিতে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা পুরষ্কার তুলে দেন প্রধানমন্ত্রী।