বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বাংলা ভাষার অনুবাদ সাহিত্যের সামগ্রিক উন্নয়ন ও বিকাশে কাজ করার লক্ষ্যে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘পাঞ্জেরী পাবলিকেশন্স লি.’ ও ‘বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশন’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিক ঘোষণা এবং এর আওতাভুক্ত কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
দেশের অনুবাদ সাহিত্যের সমৃদ্ধিতে বাংলা ভাষার দেশি-বিদেশি অনুবাদক এবং অনুবাদক-বিষয়ক সংস্থাগুলোকে একটি প্ল্যাটফর্মে এনে সমন্বিতভাবে কাজ করা; অনূদিত বইয়ের ডাটাবেজ, অনুবাদক কোষ ও পরিভাষা অভিধান তৈরি; অনুবাদ বিষয়ক কর্মশালা ও সভা-সেমিনারের আয়োজন করা; অনুবাদ বিষয়ক পত্র-পত্রিকা প্রকাশ; অনুবাদ সাহিত্যে সম্মাননা প্রদানসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করা এই সমঝোতা চুক্তির অন্তর্ভুক্ত ।
বাংলা সাহিত্যের অনুবাদে কাজ করা বিদেশি অনুবাদকদের রেসিডেন্সি প্রদান; অনুবাদকদের প্রকাশনাজনিত সহযোগিতা প্রদান; অনুবাদকদের সম্পাদনায় সহযোগিতা প্রদান; আন্তর্জাতিক ও জাতীয় অনুবাদক সম্মেলনের আয়োজন করা প্রভৃতি কাজও এ দুটি প্রতিষ্ঠান যৌথভাবে সম্পাদন করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক খলিকুজ্জামান ইলিয়াস, উপদেষ্টা কবি কামাল চৌধুরী, নির্বাহী সদস্য ফারুক মঈনুদ্দীন, সাধরন সম্পাদক মোজাফফর হোসেন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.- এর পক্ষে উপস্থিত ছিলেন প্রকাশক কামরুল হাসান শায়ক।