বাংলাদেশ দলকে বিশ্ব টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি কঠোর অবস্থান নিতে পারে। এর জেরে আসন্ন আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপরীতে ম্যাচ না খেলার সিদ্ধান্তও বিবেচনায় রয়েছে পাকিস্তানের। সূত্র জিও সুপার।
দুদিন আগে বিশ্বকাপ বয়কট করার প্রশ্নে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাকভি বলেছিলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর ফেরার জন্য অপেক্ষা করছি।’ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নেওয়ার জন্য শেহবাজ শরিফ সুইজারল্যান্ডে গিয়েছিলেন।
বিশ্বকাপে দল পাঠানোর অনুমতি নাও দিতে পারে পাকিস্তান ফেডারেল সরকার। এ বিষয়ে শেহবাজ শরিফ ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির মধ্যে সোমবারের (২৬ জানুয়ারি) গুরুত্বপূর্ণ বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, ওই বৈঠকে বিশ্বকাপে অংশগ্রহণের পাশাপাশি ভারতের বিপরীতে ম্যাচ না খেলার বিকল্পটি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে। প্রয়োজনে পাকিস্তান পুরো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর বিষয়টিও আলোচনায় থাকতে পারে।
সূত্রের বরাতে জানা গেছে, বাংলাদেশের দলের সঙ্গে আইসিসির আচরণকে অন্যায্য ও পক্ষপাতদুষ্ট হিসেবে দেখছে পাকিস্তান। এ কারণে আইসিসির তথাকথিত দ্বিমুখী নীতির প্রতিবাদ হিসেবে কঠোর সিদ্ধান্ত নিতে পারে পিসিবি।