রবিবার, নভেম্বর ১৬, ২০২৫
রবিবার, নভেম্বর ১৬, ২০২৫

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২৩ আগস্ট) বিকালে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনে দলটির ৫ সদস্যের এক প্রতিনিধি দল বৈঠক করেন। বৈঠকটি অত্যন্ত হৃদ্যতা ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এসময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচারমিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

বৈঠকে তারা বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি এবং উভয় দেশের উন্নয়ন, অগ্রগতি নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে ভবিষ্যতে দ্বিপক্ষীয় উন্নয়নঅগ্রগতিতে দুই রাষ্ট্র কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, রবিবার (২৪ আগস্ট) বেলা ২টা ৩০ মিনিটে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে দেখতে তার বসুন্ধরার নিজ বাসায় যাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More