নৌকায় ভোট চাওয়ার পাশাপাশি একাত্তরের পরাজিত শক্তি যাতে ক্ষমতায় আসতে না পারে সেই আহ্বান জানিয়েছেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার চট্টগ্রামে আওয়ামী লীগের জনসভায় তিনি আরো বলেন, পাকিস্তানিদের দোসর বলেই ১০ ডিসেম্বর বিএনপির খুব পছন্দ। অভিযোগ করেন, গণতান্ত্রিক ধারায় ক্ষমতায় যেতে চায় না বিএনপি।
অপেক্ষার সময় ফুরালো, বাঁধভাঙা উল্লাসে মাতলো উচ্ছসিত কর্মী সমর্থকরা। বাঙালির দাবি আদায়ে জাতির পিতার স্মৃতিবিজড়িত ঐতিহাসিক চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বঙ্গবন্ধু কন্যা। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের জনসভায় যোগ দেয়ার আগে ২৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৬টির ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জনসভার শুরুতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করেন।
শেখ হাসিনা তাঁর ভাষণে বলেন, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলসহ গত তিন মেয়াদে নেয়া আওয়ামী লীগ সরকারের প্রায় সব বড় প্রকল্প বাস্তবায়ন হয়ে গেছে। এতে ইর্ষান্বিত হয়ে গুজব ছড়াচ্ছে একটি মহল।
আওয়ামী লীগ প্রধান দাবি করেন, টানা ক্ষমতায় থাকার কারণেই দেশের গণতন্ত্র ও উন্নয়ন সুসংহত হয়েছে। একইসঙ্গে দেশবিরোধী ষড়যন্ত্র থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান, সরকার প্রধান।
প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার।
তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রায় প্রতিটি খাতের উন্নয়ন দৃশ্যমান। আগামীতে আরও এগিয়ে যাবে দেশ। তাঁর আশা, চলমান ধারা অব্যাহত থাকলে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার যে লক্ষ্য নির্ধারণ করেছে সরকার, তা নির্ধারিত সময়ের আগেই অর্জিত হবে। এজন্য সকলের সহযোগিতাও চান জাতির পিতার জ্যেষ্ঠ কন্যা।