সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল যেন থামছেই না। দেশের পাঁচ জেলায় শুক্রবার অন্তত ১১ জন নিহত হন।
শুক্রবার (৩১ জানুয়ারি) কুষ্টিয়ায় ২জন, রংপুরে ৫ জন, ময়মনসিংহে ২ জন, বগুড়ায় এবং টাঙ্গাইলে ১ জন করে নিহত হয়েছেন। পাঁচ জেলায় আলাদা আলাদা সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহততের পাশাপাশি আহত হয়েছে প্রায় অর্ধশত।
এরমধ্যে রংপুরে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছেন। আহত হন কমপক্ষে ১২ জন। পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে পীরগাছায় যাত্রীবাহি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে থ্রি–হুইলারের তিন যাত্রী মারা যান।
এছাড়া সকাল সাড়ে ৭টার দিকে পীরগঞ্জ বড়দরগাহ হাইওয়ে থানার কাছে দুটি যাত্রীবাহি বাসের সংঘর্ষে নিহত হন আসলাম খান নামে এক ব্যক্তি। জেলার নজিরেরহাট এলাকায় বাসের ধাক্কায় মৃত্যু হয় পথচারী মাসুদ মিয়ার।
একই দিনে কুষ্টিয়ার মিরপুরে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হন আরও তিনজন। দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে রেখে পালিয়ে যায়। এছাড়া বগুড়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন, ময়মনসিংহ সদরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন এবং টাঙ্গাইলে নিহত হন একজন।
আল