পহেলা বৈশাখকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন পিরোজপুরের মৃৎশিল্পীরা। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলছে সে ব্যস্ততা। প্রতি বছর ১ লা বৈশাখকে কেন্দ্র করে জেলার বিভিন্ন জায়গায় মেলা অনুষ্ঠিত হয়। আর এ সব মেলাকে দৃষ্টি নন্দন করে তোলে জেলার মৃৎ শিল্পিদের মাটির তৈরী ছোট ছোট হাড়ি পাতিল, বাঘ, ঘোড়া, সিংহসহ বিভিন্ন ধরনের তৈজস ও দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র।
সারা বছর জেলায় মৃৎ শিল্পীদের তেমন কোন কর্ম চাঞ্চল্যতা না থাকলেও নববর্ষের আগমনে কর্মব্যস্ত হয়ে পড়েন তারা। কারন বছরের এ সময়টিতে গ্রাম বাংলার চিরাচরীত নীল মেলা, লোকজমেলাসহ বিভিন্ন মেলা অনুষ্ঠিত হয়। আর বাঙ্গালীর প্রাণের স্পন্দন শত শত বছরের ঐতিহ্য হিসেবে এসব মেলায় ছোট ছোট মাটির তৈজস, গ্রাম বাংলায় দৈনন্দিন ব্যবহার্য মাটির জিনিসপত্র সহ বিভিন্ন খেলনার আমদানী ঘটে এসব মেলায়। ফলে এসব মেলার যোগান দিতে পালপাড়ার মৃৎশিল্পিরা ফাল্গুন থেকেই শুরু করেন তাদের তৎপরতা। শেষ সময়ে এখন চলছে রং করার কাজ।
একটি বছর অপেক্ষায় থাকেন গ্রামাঞ্চলের ক্রেতারা মেলা থেকে কিনবেন বলে। কারন এসব জিনিস বৈশাখের মেলা ছাড়া আর কোথাও মিলে না। ফলে এসময়টির অপেক্ষায় থাকেন বিক্রেতারাও। কারন প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব এ সকল তৈজসপত্রের চাহিদাটা এসময়ই বেশী থাকে। তাই জেলার মৃৎ শিল্পীদের আধুনিকায়নের জন্য তৎপর সংশ্লিষ্ট বিভাগ।
আল/দীপ্ত সংবাদ