একদিনের ব্যবধানে পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের গুলিতে প্রাণ গেছে দুই ফিলিস্তিনির। মঙ্গলবার (১১ এপ্রিল) পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের গুলিতে কয়েকজন অস্ত্রধারী নিহত হয়েছে।
এক বিবৃতিতে জানিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত।
তেল আবিবের দাবি, ইসরাইলি সেনাদের চৌকি লক্ষ্য করে কয়েক যুবক প্রথমে গুলি চালায়। পরে ইসরাইলি সেনারাও তাদের লক্ষ্য করে পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই অস্ত্রধারীরা নিহত হয়।
পরে ঘটনাস্থল ও এর আশপাশের নিরাপত্তা জোরদার করেছে ইসরাইলি সেনারা। সাধারণ মানুষ এমনকি গণমাধ্যম কর্মীদেরও ঘটনাস্থলে প্রবেশের অনুমতি দেয়া হয়নি।
সোমবার (১০ এপ্রিল) অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়। এদিন পশ্চিম তীরেই ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন ফিলিস্তিনিরা। এ ঘটনায় অন্তত দুইশ ফিলিস্তিনি আহত হন।
এদিকে জনরোষের মুখে অবশেষে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (১০ এপ্রিল) এক ভাষণে নেতানিয়াহু গ্যালান্তের মন্ত্রিত্ব বহাল করে বিষয়টি নিশ্চিত করেন।
অনু/দীপ্ত সংবাদ