শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৩টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে আটক হয়েছেন পলক। তিনি ভারতের রাজধানী দিল্লিতে পালানোর চেষ্টা করছিলেন।
এ ঘটনায় সামাজিক মাধ্যমে অনেকেই প্রতিক্রিয়া জানাচ্ছেন। শোবিজ জগতের সালমান মুক্তাদিরও পলকের আটকের বিষয়ে কথা বলেছেন। তিনি সাবেক সংসদ সদস্য ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলককে ছেড়ে দেওয়া নিয়ে টুইট করেছেন।
সালমান মুক্তাদির বলেছেন, পলককে ছেড়ে দি, তার নিচে লেখেন ‘জনগণের হাতে।‘ অবশ্য পরে সেই পোস্ট মুছে দেন। আরেকটি পোস্ট দিয়ে সালমান মুক্তাদির বলেন, এক পলকে ইন্টারনেট স্পিড ২০০ এমবিপিএস হয়ে গেল।
আল/ দীপ্ত সংবাদ