ইউরোতে ফ্রান্স–পর্তুগাল খেলায় দুই দলকে ছাপিয়ে বরং রোনালদো বনাম এমবাপ্পের দ্বৈরথ নিয়েই ব্যাপক আগ্রহ ছিল ফুটবলমোদীদের। হয়তো রোনালদো, নয়তো এমবাপ্পে, একজনকে বিদায় নিতেই হতো। শেষ পর্যন্ত ইউরোর মঞ্চ থেকে বিদায় নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
নির্ধারিত ৯০ মিনিটের খেলায় হলো না কোনো গোল। তারপর খেলা গড়াল অতিরিক্ত সময়ে। ১২০ মিনিটেও কোনো ফল না আসায় ট্রাইবেকারে গড়ায় ম্যাচ। তাতে পর্তুগালকে হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে উঠে গেছে ফ্রান্স।
আগের ম্যাচে তিনটি পেনাল্টি বাঁচিয়ে নায়ক হয়েছিলেন দিয়োগো কোস্তা। এ দিন পাঁচটি শটের একটিও বাঁচাতে পারলেন না তিনি। ফলে টাইব্রেকারে ৫–৩ ব্যবধানে জিতে সেমি নিশ্চিত করে ফরাসিরা।
আগামী মঙ্গলবার মিউনিখে প্রথম সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। এছাড়া দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে জার্মানিকে ২–১ গোলে হারায় স্পেন। তারাও খেলবে সেমিফাইনাল।
আল / দীপ্ত সংবাদ