শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

পরীক্ষার সময় যে দোয়া করবেন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পরীক্ষার সময় মনোযোগ ধরে রাখার এবং ভালো ফলাফল লাভের জন্য কিছু বিশেষ দোয়া রয়েছে। এগুলো পড়লে আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি বৃদ্ধি পায়। নিচে কয়েকটি উল্লেখ করা হলো:

পরীক্ষা শুরুর আগে:

رَبِّ زِدْنِي عِلْمًا

উচ্চারণ: “রাব্বি যিদনী ইলমা

অর্থ: “হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি কর।

কোনো কাজ শুরু করার আগে বা পরীক্ষার আগে:

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

উচ্চারণ: “বিসমিল্লাহির রাহমানির রাহিম

অর্থ: “শুরু করছি আল্লাহর নামে যিনি পরম দয়ালু, অতিশয় করুণাময়।

পরীক্ষার সময় বা কঠিন প্রশ্নের মুখোমুখি হলে:

اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا

উচ্চারণ: “আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা, ওয়া আনতা তাজ্আলুল হাজনা ইযা শিত্তা সাহলা

অর্থ: “হে আল্লাহ! সহজ করার মতো কিছুই সহজ নয়, আপনি যেটিকে সহজ করেন তা ছাড়া। আপনি চাইলে সমস্ত কঠিন কাজও সহজ করে দেন।

প্রতিদিন সকালে পড়ার জন্য:

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلاً مُتَقَبَّلاً

উচ্চারণ: “আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাক্বাব্বালান

অর্থ: “হে আল্লাহ! আমি আপনার নিকট উপকারী জ্ঞান, হালাল রিজিক এবং গ্রহণযোগ্য আমল প্রার্থনা করছি।

এই দোয়াগুলো নিয়মিত পাঠ করলে এবং আল্লাহর উপর ভরসা রেখে পরিশ্রম করলে ইনশাআল্লাহ পরীক্ষায় সফলতা অর্জন সম্ভব।

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More