গাছ কেটে পরিবেশ ধ্বংস করে নয়, গাছ রেখেই উন্নয়ন পরিকল্পনা নিতে হবে। এতে উন্নয়নের সাথে পরিবেশও বাঁচবে। এজন্য প্রয়োজনে শক্ত আইন করে জনগণের পাশাপাশি সরকারকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে বলে মনে করছেন পরিবেশবিদরা।
রাজধানীর ধানমন্ডি সাতমসজিদ রোডের অল্পসংখ্যক এসব গাছ পরিবেশ রক্ষায় তার প্রয়োজনীয়তা জানান দিচ্ছে। অথচ পরিবেশের কথা মাথায় না রেখে ছয় শতাধিক গাছ কেটে নির্মাণ করা হচ্ছে সড়ক বিভাজক।
সড়ক বিভাজক সোজা করতে গাছ কাটা হয়েছে বলে জানিয়েছে সিটি করপোরেশন। তবে বাস্তবতা ভিন্ন। আবার সড়ক বিভাজকে বালু ফেলে লাগানো হয়েছে ফুলগাছ। যাকে হাস্যকর বলছেন এলাকাবাসী। সড়কের বাকি গাছ কাটা ঠেকাতে রাত জেগে পাহাড়া দিচ্ছেন তারা।
স্থানীয়রা বলছেন, গাছ রেখেই সড়ক বিভাজক নির্মাণ সম্ভব। এছাড়া সড়ক বিভাজক নির্মাণ করা হলেও নগরবাসীর চলাচলের রাস্তা নেই। ফলে বাড়ছে ভোগান্তি।
পরিবেশবিদরা বলছেন, গাছ রেখেই উন্নয়ন পরিকল্পনা করতে হবে। পরিবেশ ধ্বংসকারীদের জবাবদিহিতা নিশ্চিতে আইন করা দরকার।
রিজওয়ানা হাসান নির্বাহী পরিচালক, বেলা তিনি জানান, বিপর্যয়ের হাত থেকে পরিবেশ রক্ষা করতে গাছ কাটা বন্ধ করা জরুরি।
এফএম/দীপ্ত সংবাদ