উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার (১৭ এপ্রিল) বিকালে মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর ১৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ফুলগাজী উপজেলার দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দেয়া হয়।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাছাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আলিম মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন মজুমদার, জাফর উল্ল্যাহ মজুমদারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ উপজেলায় পাঁচজন ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীর মাঝে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাওয়ায় পরিমল চন্দ্র রায়ের মনোনয়নপত্র বাতিল করা হয়।
ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হচ্ছেন- মাহবুবুল হক কালা, অনিল বনিক, আবদুর রহিম পাটোয়ারী, সাইফুদ্দিন মজুমদার।
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মাঝে আয়কর রিটার্ন জমা না দেয়ায় সাজেদা আক্তারের মনোনয়ন বাতিল করে বাকি প্রার্থী মঞ্জুরা আজিজ এবং মাহফুজা আক্তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এদিকে পরশুরাম উপজেলায় দায়েরকৃত চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বৈধ প্রার্থীরা হচ্ছেন- চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মজুমদার, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার এবং বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম চৌধুরী। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম. সফিকুল হোসেন মহিম, ইকরামুল করিম মজুমদার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবদুর রসুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম রিটু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া, নিলুফা ইয়াসমিন মজুমদার।
তফসিল অনুযায়ী, দুই উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল ও ভোটগ্রহণ হবে আগামী ৮।
এজে/দীপ্ত সংবাদ