পদ্মা সেতু প্রকল্পে পাথর সরবরাহের কাজে ব্যবহৃত এরশাদ ব্রাদার্স কর্পোরেশনের ১৩টি ড্রামট্রাক কতৃপক্ষের অনুমতি না নিয়ে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকার আমিনুল ইসলাম বুধবার (২২ নভেম্বর) দুপুরে বাদি হয়ে পদ্মা সেতু উত্তর থানায় মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভাই ভাই ট্রেডার্সের মূল কোম্পানি এরশাদ ব্রাদার্স কর্পোরেশন এবি ব্যাংকের সহায়তায় ৫০টি ড্রাম ট্রাক কিনেন। এখান থেকে ১৩টি ট্রাকে পদ্মা সেতু প্রকল্পে পাথর সরবরাহ করেন ভাই ভাই ট্রেডার্স প্রতিষ্ঠান।
পদ্মা সেতুর কাজ শেষ হওয়ায় মুন্সীগঞ্জের মাওয়ার কান্দিপাড়া মাঠ ও পাশের জায়গা ভাড়া নিয়ে পাথর আর এরশাদ ব্রাদার্স কর্পোরেশনের মোট ১৩টি ডাম্প ট্রাক রেখে ছিলেন ভাই ভাই ট্রের্ডাস। প্রতিষ্ঠানের সত্ত্বাধিকার আমিনুল ইসলাম বিদেশে থাকার ফলে তার স্বাক্ষর জাল করে ১৩টি ড্রামট্রাক কেটে কেজি ধরে বিক্রি করে দেন জায়গার মালিক নিজাম উদ্দিন উরফে মিজান(৫৪) ও তার সহযোগী আবু তাহের।
খবর পেয়ে ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকার আমিনুল ইসলাম বুধবার (২২ নভেম্বর) দুপুরে বাদি হয়ে পদ্মা সেতু উত্তর থানায় জায়গার মালিক মিজান ও আবু তাহের বিরুদ্ধে মামলা করলে বিকেলে মামলার দুই নম্বর আসামি তাহেরকে গ্রেপ্তার করে আদালতে পেরণ করে পুলিশ।
অভিযুক্ত মিজান মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কান্দিপাড়া এলাকার মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে ও আবু তাহের(৪১) উপজেলার মেদিনী মন্ডল গ্রামের মৃত হুকুম আলী হাওলাদারের ছেলে।
স্থানীয় দোকানদার জানান, বেশ কয়েক মাস ধরে মাঠে পড়ে ছিল ৭–৮ টি ট্রাক। কিন্তু ১৫–২০ দিন আগে মিজান ও তাহেরসহ বেশ কয়েকজন লোক ট্রাকগুলো কেটে কেজি ধরে বিক্রি করে দেয় উত্তম নামের ব্যাক্তির কাছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, এ মামলার দুই নম্বর আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। বাকি পলাতক আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।
এসএ/দীপ্ত নিউজ