ঘরমুখো যাত্রীদের চাপে পদ্মা সেতু টোল প্লাজায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল থেকে ব্যক্তিগত প্রাইভেটকার ও মোটরসাইকেলের চাপে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায় সেতুতে।
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৭টি বুথে নিরবচ্ছিন্ন টোল আদায় অব্যাহত থাকলেও সেতুর টোল প্লাজায় যানবাহনের জটলা দীর্ঘায়িত হচ্ছে। সকাল থেকে তীব্র চাপে হিমশিম খাচ্ছে টোল প্লাজা এলাকা।
এদিকে ভোর থেকেই ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। মহাসড়কে মোটরসাইকেলের সংখ্যা সবচেয়ে বেশি দেখা গেছে। নিজস্ব এই দুই চাকার যানটি দিয়ে নিজ নিজ গন্তব্যে ছুটছে হাজারও মানুষ।
সরেজমিনে দেখা যায়, পদ্মা সেতুর টোল প্লাজায় অপেক্ষমাণ যানবাহনের দীর্ঘ সারি দেখা গেলেও মহাসড়কে যানবাহন চলাচল নিবিঘ্ন রয়েছে।
মাওয়ার ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) জিয়াউল হক জিয়া জানান, ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ছয়টি স্থানে পুলিশের টিম রয়েছে। সেখানে অতিরিক্ত গতি, বেপরোয়া চালানোর দায়ে মামলাসহ আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে। আশা রাখছি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।