৩৮
পদ্মা সেতু হয়ে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে আজ। এরমাধ্যমে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্থাপন হচ্ছে।
বুধবার (১ নভেম্বর) রাত পৌনে ১০টায় আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি খুলনা স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে। রেলের সময়সূচি অনুযায়ী, ভোর ৪টার পরপর ট্রেনটি পদ্মা সেতু অতিক্রম করবে। ঢাকায় পৌঁছানোর কথা ভোর ৫টা ১০ মিনিটে।
কাল বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটে ট্রেনটি আবার ঢাকা থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশে যাবে। খুলনায় পৌঁছানোর কথা বিকাল পৌনে ৪টার দিকে।
শুরুতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিও চলাচল করবে।
এসএ/দীপ্ত নিউজ