যুক্তরাজ্যের হোমলেসনেস মিনিস্টার বা গৃহহীনবিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ আগস্ট) এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিট তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।
শুক্রবার (৮ আগস্ট) নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে নিজ পদত্যাগ পত্রের ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন রুশনারা আলী।
বিতর্কের সূত্রপাত: ভাড়াটিয়া উচ্ছেদ ও বাড়িভাড়া বাড়ানো
সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশ পায়, রুশনারা আলী পূর্ব লন্ডনের বো এলাকায় নিজ বাড়ি থেকে চারজন ভাড়াটিয়াকে উচ্ছেদ করেন এবং বাড়িটির ভাড়া ৭০০ পাউন্ড পর্যন্ত বাড়ান। এক সময় ভাড়াটিয়াদের অধিকার রক্ষায় সোচ্চার থাকা বাংলাদেশি বংশোদ্ভূত এমপির এই কর্মকাণ্ড ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
রুশনারার ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি মূলত বাড়ি বিক্রির উদ্দেশ্যে ভাড়াটিয়াদের সরিয়েছিলেন। কিন্তু ক্রেতা না পাওয়ায় পরে আবারও বাড়িটি ভাড়া দেন।
পদত্যাগপত্রে কী বললেন রুশনারা?
প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার বরাবর পাঠানো পদত্যাগপত্রে রুশনারা লিখেছেন, ‘প্রিয় প্রধানমন্ত্রী, ভারাক্রান্ত মনে আমি মন্ত্রী হিসেবে পদত্যাগের প্রস্তাব দিচ্ছি। লেবার সরকারের প্রতি আমার আনুগত্য সবসময় বজায় থাকবে। আমি সবসময় আইন মেনে চলার চেষ্টা করেছি এবং দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি। তবে আমার ব্যক্তিগত বিষয়ে চলমান বিতর্ক সরকারের কাজে ব্যাঘাত ঘটাতে পারে—এ কারণেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
উল্লেখ্য, যুক্তরাজ্য পার্লামেন্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। ২০২৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে লেবার পার্টি প্রার্থী হিসেবে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার বেথনালগ্রিন ও স্টেপনি আসন থেকে তিনি পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন। ২০১০ সাল থেকে এ আসনে টানা এমপি নির্বাচিত হয়ে আসছেন রুশনারা।
প্রসঙ্গত, রুশনারা আলী সিলেটে জন্মগ্রহণ করেন। ৭ বছর বয়সে যুক্তরাজ্যে পাড়ি জমায় তার পরিবার। তিনি অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক করেছেন।
এসএ