ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী–২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সালেহের দপ্তর থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের আমীর নাজমুল আহসান, সেক্রেটারি শহিদুল ইসলাম কায়সারী, বরিশাল মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আব্দুল্লাহ আন নাহিয়ান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইসহাকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পটুয়াখালী–২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে তিনি বলেন, ‘নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সুন্দর রয়েছে। বড় কোনো শঙ্কা নেই। তবে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রশাসনের সহযোগিতায় তা প্রতিহত করা হবে।’