পটুয়াখালীর দুমকিতে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধা নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মনির হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
রবিবার (২০ এপ্রিল) সকালে নিজ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে শনিবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার সদর ইউনিয়ন শ্রীরামপুরের ৩ নম্বর ওয়ার্ডের মরহুম আলী আকবর খাঁর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মনির হোসেন ওই বৃদ্ধার চাচাতো নাতী। আত্মীয়তার সুবাদে সে ওই বৃদ্ধার প্রতিবেশী চাচাতো দেবরের ঘরে থাকতো। শনিবার গভীর রাতে মনির ধারালো অস্ত্র হাতে নিয়ে ওই বৃদ্ধার ঘরের বেড়া ভেঙ্গে ভিতরে প্রবেশ করে টাকা দাবি করে। এসময় ওই বৃদ্ধার ছেলে বাবুলকে মারধর শুরু করলে বাবুল ও তার স্ত্রী প্রতিবেশীর ঘরে আশ্রয় নেয়। পরে সে বৃদ্ধাকে ধর্ষণের পর মাথায় লাঠির আঘাতে হত্যা করে।
দমুকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ধর্ষণের বিষয়টি ময়নাতদন্তের পর বলা যাবে।
ইএ/এসএ