পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র লাইলাতুল কদর। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ৮টা থেকে আল্লাহর নৈকট্য লাভের আশায় জেলার পাঞ্জেখানাসহ ৮ হাজার ৩ শ’ ২৭ টি মসজিদে ভিড় করে ধর্মপ্রাণ মুসলমানরা।
নফল ইবাদাত নামাজ, কোরআন তেলায়াত, জিকির ও মিলাদ মাহফিলসহ ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে এ মহিমান্বিত রাতটি অতিবাহিত করেন মুসুল্লীরা। মহামান্য এ রজনীতে মুসলিম উম্মাহর শান্তি কামনায় আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।
কোরআন নাযিলের এ রাতে আগামী বছরের সৌভাগ্য নির্ধারনে আল্লাহর কাছে দোয়া চান মুসুল্লীরা। অনেকে বাড়িতে এবং মসজিদে মসজিদে বিশেষ খাবারের আয়োজন করেন।
যূথী/দীপ্ত সংবাদ