নির্বাচন কমিশনে আজ পঞ্চম দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৪ জন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ শুনানি শুরু হয়।
শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, চার নির্বাচন কমিশনার ও কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, এ দিনে ১০১টি আপিলের শুনানি হয়। এতে প্রার্থিতা ফিরে পান ৪৪ জন। আপিল নামঞ্জুর হয় ৫২ জনের। আর স্থগিত আছে চারটি আপিল।
এর আগে চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পান ৪৬ জন আর নামঞ্জুর হয় ৩৫ জনের ও স্থগিত দুটি। তৃতীয় দিনে ৯৮টি আপিল শুনানির মধ্যে প্রার্থিতা ফিরে পান ৬১, আপিল নামঞ্জুর হয় ৩৫ জনের ও স্থগিত দুটি। দ্বিতীয় দিনে ১০০টি আপিল শুনানির মধ্যে ৫১ জন প্রার্থিতা ফিরে পান, আবেদন নামঞ্জুর হয় ৪১ জনের আর স্থগিত আটটি। প্রথম দিনের শুনানিতে ৫৬ জন প্রার্থিতা ফিরে পান, ৩২টি আবেদন নামঞ্জুর এবং ছয়টির আদেশ স্থগিত হয়।
আরও পড়ুন: ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা নেই: প্রধানমন্ত্রী
গত ১০ ডিসেম্বর থেকে শুনানির মাধ্যমে আপিল নিষ্পত্তি শুরু হয়েছে, যা ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।
এসএ/দীপ্ত নিউজ