বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারে জাপানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স তাকাহাশি নাওকি।
রবিবার (২০ জুলাই) রাজধানীর মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) “সমকালীন জাপান: এর পররাষ্ট্রনীতি, নিরাপত্তা ও উন্নয়ন কৌশল এবং জাপান–বাংলাদেশ সম্পর্ক” শীর্ষক বক্তৃতায় এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বক্তৃতায় তাকাহাশি নাওকি জাপানের বর্তমান নিরাপত্তা কৌশল, কূটনৈতিক অগ্রাধিকার ও “ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো–প্যাসিফিক (এফওআইপি)” ধারণার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি বাংলাদেশকে জাপানের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে বর্ণনা করেন এবং বিভিন্ন খাতে সহযোগিতা আরও বিস্তৃত করার ইচ্ছা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১৮টি দেশের ৯৭ জন কোর্স সদস্য জাপান–বাংলাদেশ সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক ভূ–রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।