জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, নৌকা আর শেখ হাসিনা স্লোগানে প্রকম্পিত বন্দরনগরী চট্টগ্রাম। পলোগ্রাউন্ডের মাঠ ঘিরে পুরো মহানগরীতে নামে উৎসবের আমেজ। অলিগলি থেকে শুরু করে রাজপথ কোথাও ছিল না তিল ধারণের ঠাঁই।
হাতে লাল সবুজের পতাকা আর মুখে জাতীয় স্লোগান- জয় বাংলা। বন্দরনগরী চট্টগ্রামের সবখানের চিত্র একইরকম। ভোর থেকেই জনতার ঢল ছোটে পলোগ্রাউন্ডের দিকে। মাঠ ছাপিয়ে লাখ লাখ মানুষের ঢল নামে গোটা মহানগরে।
জনতার সেই স্রোতে যেমন আছেন রাউজানের শ্রমিক তেমনি সন্দ্বীপের মাঝিও। অনেকেই শুধু একনজর বঙ্গবন্ধু কন্যাকে দেখতে চান। বিভাগের সব সংসদীয় আসনের এমপি ও তাদের সমর্থক, নেতাকর্মীরা ভিন্নভিন্ন রঙয়ের পোশাক পরে সকাল থেকে মাঠে জড়ো হন।
বেলা বাড়ার সাথে সাথে মানুষের ঢল নামে পলোগ্রাউন্ডে। বেলা ২টার দিকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঐতিহাসিক পলোগ্রাউন্ড। জনসভায় যোগ দেয়া সাধারণ মানুষ জানান, এটি কেবল একটি জনসভা নয়, তারচেয়েও বেশি কিছু।
শুধু সড়ক পথেই নয় শনিবার রাত থেকেই নদীপথে এসেছেন হাজার হাজার নেতাকর্মী। ১০ লাখ মানুষের এই আয়োজনকে সুষ্ঠু করতে গত কয়েকদিন ধরে চলে ব্যাপক প্রস্তুতি।