নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের মারধরের ঘটনায় চট্টগ্রাম–১৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মোস্তাফিজুর রহমানসহ ২০/৩০ জনকে আসামি করে মামলা দায়ের করান হয়।
বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হারুন মোল্লা এ মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী জানিয়েছেন, আদালত অভিযোগ আমলে নিয়ে আগামী ৩ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার সময় আচরণবিধি লঙ্ঘন নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের ওপর চড়াও হন মোস্তাফিজুর রহমান ও তার অনুসারীরা।
এসএ/দীপ্ত নিউজ