নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর আশরাফুল উলুম মাদ্রাসায় শাহ পরান নামে তৃতীয় জামাতের এক ছাত্রের আকষ্মীক মৃত্যু হয়েছে। তবে শিশুর পরিবারের দাবী তাকে মাদ্রাসা কর্তৃপক্ষ হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ সোমবার দুপুরে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহত শিশু শাহ পরান, একই ইউনিয়নের এনায়েতপুর গ্রামের প্রবাসী আবদুর রহিম ও নাছিমা আক্তার দম্পতির ছেলে। সে আশরাফুল উলুম মাদ্রাসার তৃতীয় জামাতের ছাত্র।
নিহত শিশুর মা জানান, তার সন্তান মাদ্রাসায় আবাসিক থেকে পড়ালেখা করে। রোববার বিকালে তিনি নিজে সুস্থ্য অবস্থায় তার ছেলেকে বাড়ি থেকে এনে মাদ্রাসায় দিয়ে যান। সকালে মাদ্রাসা থেকে জানানো হয় তার ছেলে অসুস্থ্য, তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছে। পরে হাসপাতালে এসে দেখেন তার ছেলের মৃত্যু হয়েছে। তিনি দাবী করেন, তার ছেলেকে হত্যা করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বলেন, ওই শিশুকে সকালে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আল/দীপ্ত