বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর খুব বেশিদিন বেকার থাকতে হলো না প্রোটিয়া কোচ রাসেল ডোমিঙ্গোকে । আসন্ন বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচকে সামনে রেখে নেদারল্যান্ড জাতীয় দলের কোচিং স্টাফে যোগ দিয়েছেন তিনি। তিনি কোচিং প্যানেলে তাঁর ভূমিকা নিয়ে এখনো কিছু জানা যায়নি।
জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। আসন্ন এই সফরে ডাচ দলের কোচিং প্যানেলে যুক্ত করা হয়েছে রাসেল ডমিঙ্গোকে। তার সঙ্গে কোচিং প্যানেলে থাকবেন স্বদেশী হেইনো কুন।
এই সিরিজে নেদারল্যান্ডস দলের সঙ্গে থাকছেন না প্রধান কোচ রায়ান কুক। তার পরিবর্তে দলের সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে যাচ্ছেন রায়ান ভ্যান নিকের্ক। দলেও রয়েছে একাধিক চমক। দীর্ঘদিন পর নেদারল্যান্ড দলে ডাক পেয়েছেন স্পিনার রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে।
নেদারল্যান্ডসের মতো সহযোগী ক্রিকেট খেলুড়ে দেশের কোচিং স্টাফে তাঁর সংযোজন নি:ন্দেহে বেশ বড় এক ঘটনা। ২০২৩ বিশ্বকাপে খেলতে চাইলে সামনের জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে জয়ের বিকল্প নেই তাঁদের। তাঁর ঠিক আগে ডোমিঙ্গোর অন্তর্ভুক্তি দলটির ক্রিকেটারদের বাড়তি আত্নবিশ্বাস জোগাবে।
আল/দীপ্ত