ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পতনের দাবিতে রাজধানী তেল আবিবে হাজারো মানুষ অংশ নেন।
রবিবার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনা তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনে সরকারের অস্বীকৃতির প্রতিবাদে বিভিন্ন স্লোগান–সংবলিত প্ল্যাকার্ড নিয়ে জড়ো হন আসেন।
জানা গেছে, রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের পরিবর্তে ক্ষমতাসীন জোট রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নিচ্ছে। বিক্ষোভকারীরা সরকারের বিচারিক সংস্কার পরিকল্পনারও বিরোধিতা করেন, যার লক্ষ্য আদালতের ক্ষমতা খর্ব করা।
এদিকে, বিক্ষোভকারীদের উদ্দেশে এদিন ভাষণ দেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও ইসরাইলি সেনাবাহিনীর (আইডিএফ) প্রধান মোশে ইয়ালোন। তিনি চলতি সপ্তাহে ইরানে সংঘটিত ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ দমনে দেশটির কর্তৃত্ববাদী শাসনের সঙ্গে ইসরাইল সরকারের তুলনা করেন, যেখানে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।
ইয়ালোনকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম ওয়াইনেট বলছে, ‘ইসরাইলের সামনে কোনো বাহ্যিক অস্তিত্বগত হুমকি নেই, কিন্তু অভ্যন্তরীণ হুমকি আছে।’