শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীকে হুমকি দিলেন আ.লীগ নেতা

দীপ্ত নিউজ ডেস্ক
7 minutes read

নোয়াখালী(সেনবাগসোনাইমুড়ী আংশিক) আসনে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের পিটিয়ে মেরে ফেলার হুমকি দিলেন ছাতারপাইয়া ইউনিয়ন আ:লীগ সাধারণ সম্পাদক সৌরাভ হোসেন সুমন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে বসন্তপুরে এক মতবিনিময় চলাকালীন এ বক্তব্য ও হুমকি দেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এসময় তিনি বলেন, “এটা কী রকম আ.লীগ আমার মাথায় ধরে না। যারা বলবে আমি আ.লীগ  দলের লোক স্বতন্ত্র ভোট করি, আপনারা নৌকায় ভোট দিবেন না, অন্য মার্কার স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিবেন, তাদের ধরে পিটিয়ে মেরে ফেলা দরকার।”

তার এমন বক্তব্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের মাঝে। স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা এ নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেন।

এদিকে নোয়াখালী২ আসনের স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ও নোয়াখালী জেলা আ.লীগের সাবেক সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক এ বিষয়ে বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগে স্বতন্ত্র এ প্রার্থী বলেন, দলীয় সিদ্ধান্তের আলোকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি নির্বাচনী মাঠে রয়েছি। গত ১২ই ডিসেম্বর ২০২৩ ইং তারিখ আনুমানিক বিকাল ৫:০০ ঘটিকায় সেনবাগ থানার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের বসন্তপুর গ্রামে বসন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৌরব হোসেন সুমন নৌকার প্রার্থী মোরশেদ আলমের সমর্থনে এক মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় তিনি প্রকাশ্যে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র ভোট করা দলীয় প্রার্থীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং পেটানোর হুমকি প্রদান করেন। আমি তাহার প্রকাশ্য এই হুমকিতে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। তাহার এই হুমকি সুষ্ঠু ও অবাধ নির্বাচন পরিচালনায় বাধা এবং নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

অভিযোগে তিনি আরও বলেন, এমতাবস্থায় অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সবিনয় অনুরোধ করছি।

নাম প্রকাশে অনিচ্ছুক আ:লীগ  নেতারা বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনে পছন্দের প্রার্থী বেছে নিতে দলের বঞ্চিত নেতাকর্মীদের জন্য স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। কিন্তু আমরা প্রকাশ্যে পছন্দের প্রার্থীর ভোট করতে পারছি না। নিয়মিত আমাদের হুমকি দিয়ে যাচ্ছে আ:লীগ নেতারা। এবং আমাদের পদ পদবী থেকে বঞ্চিত করে নিষিদ্ধের হুমকিও দিচ্ছে। এতে রাজনৈতিক পরিবেশ নষ্ট হওয়ারর সংখ্যা রয়েছে।

আরও পড়ুন: শেখ হাসিনা ক্ষমতায় না আসলে উন্নয়ন থেকে বঞ্চিত হবেঃ মানিক

অন্যদিকে সচেতন নাগরিক সমাজ বলছে, :লীগ নেতাদের এমন অশালীন হুমকি নির্বাচন সুষ্ঠ হওয়া নিয়ে চ্যালেঞ্জ তৈরি করে।

এমন বক্তব্যের বিষয়ে সৌরাভ হোসেন সুমনের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি ঘরোয়া অনুষ্ঠানে পারিবারিক লোকদের সাথে নৌকার মানুষ নৌকার বাহিরে যেতে পারে না মর্মে এমন বক্তব্য দিয়েছি। কোনো সভা অথবা বড় অনুষ্ঠানে বলি নাই। যারা আওয়ামী লীগ করে তারাই আওয়ামী লীগ পরিচয় দিবে। অনেকে আওয়ামী লীগ করে কিন্তু ভোট করতেসে স্বতন্ত্রের। তাদের বিষয়ে এসব কথা বলেছি।

রিফাত/মোরশেদ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More