বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়নি বলে মনে করছে যুক্তরাষ্ট্র।
সোমবার (৮ জানুয়ারি) দেশটির পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, নির্বাচনে সব দল অংশগ্রহণ না করায় তারা হতাশ। তবে দুই দেশের জনগণের মধ্যে ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র।
আরেক বিবৃতিতে যুক্তরাজ্য জানিয়েছে, সব দল নির্বাচনে অংশ না নেয়ায় বাংলাদেশের মানুষের ভোট দেয়ার যথেষ্ট বিকল্প ছিল না। এছাড়া ভোটের পরিবেশ নিয়ে সমালোচনা কোরে, জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভল্কার তুর্ক, গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে বাংলাদেশের অঙ্গীকার বাস্তবায়নে নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
সোমবার জেনেভায় জাতিসংঘ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আল / দীপ্ত সংবাদ