দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যস্ততা বেড়েছে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসে। এরইমধ্যে এ অঞ্চলের ২৩টি আসনেই পাঠিয়ে দেয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম।
এবার বেড়েছে ভোটার, কেন্দ্র ও কর্মকর্তার সংখ্যা। পুরোপুরি প্রস্তুত নির্বাচন কমিশনও। চট্টগ্রামে নির্বাচন সম্পন্ন করতে এবার প্রায় ৮১ হাজার কর্মকর্তার প্রয়োজন হবে, যা গতবার ছিল ৬১ হাজার। এরইমধ্যে কর্মকর্তা চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে কমিশন।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নাশকতামুক্ত ও ভোটারের নিরাপত্তায় এখন থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তিন পার্বত্য জেলাসহ চট্টগ্রাম অঞ্চলের ২৩টি আসনে এবার ভোটার সংখ্যা ৯৪ লাখ ৯৯ হাজার ৮৯১ জন। যা গতবারের চেয়ে প্রায় সাড়ে ৯ লাখ বেশি।
আরও পড়ুন: আপিল আবেদনের দ্বিতীয় দিন আজ
এসএ/দীপ্ত নিউজ