১৪ দলীয় জোটের সমন্বয়ক ও আ.লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ১৪ দলের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করবে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনের বাসায় ১৪ দল নেতাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন আমু।
আমু বলেন, জাতীয় পার্টির (জাপা) সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোটের শরিকদের আসন বণ্টনের বিষয়টি নির্ধারিত হবে। আসন বণ্টন ও প্রার্থী চূড়ান্ত করতে জোট শরিকদের ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এবারও জোটবদ্ধ নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, ১৪ দল অনেক পরীক্ষিত জোট। এটা আদর্শিক জোট, ভাগাভাগির জোট নয়। ফলে জোটবদ্ধ নির্বাচন নিয়ে কোন সমস্যা হবে না।
এদিকে ১৪ দলীয় জোট ২০টি আসনের প্রত্যাশা করছে- জাসদ সভাপতি হাসানুল হক ইনুর এই কথা প্রসঙ্গে জানতে চাইলে আমু এড়িয়ে যান। তিনি বলেন, কেউ ২০ আসন দাবি করেছে কি না, আমি জানি না।
গত সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় আসন ভাগাভাগি নিয়ে গণভবনে জোট শরিকদের সঙ্গে আলোচনায় বসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় সূত্র বলছে, বৈঠকে জোট নেতারা তাদের প্রত্যাশা অনুযায়ী আসনের তালিকা জমা দিয়েছেন।
আরও পড়ুন: আসন ভাগাভাগি নিয়ে যা বললেন ইনু
এসএ/দীপ্ত নিউজ