প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে যে ধারণা দিয়েছেন, সে অনুযায়ী নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ তথ্য জানান।
সিইসি বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই কমিশন নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে যা যা প্রয়োজন, সেসব দিক এগিয়ে নেওয়া হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা গতকাল যেসব ইঙ্গিত দিয়েছেন, আমরা তার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্য রেখে কাজ করছি। তার বক্তব্য অনুযায়ী, আমাদের যেসব প্রস্তুতি দরকার, সেগুলো আমরা সম্পূর্ণ করেছি। তিনি যখনই সিদ্ধান্ত নেবেন, আমরা নির্বাচন পরিচালনায় প্রস্তুত।’
সংসদীয় আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণ প্রসঙ্গে সিইসি জানান, এটি ন্যায্যতার ভিত্তিতে করা হবে। অতীতে কোনো উদ্দেশ্যমূলক সীমানা পুনর্নির্ধারণ হয়ে থাকলে সেটি পুনর্বিবেচনা করা হবে।
ভোটার তালিকা নিয়ে প্রশ্ন করা হলে সিইসি জানান, আগামী দুই মাসের মধ্যে একটি নতুন চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত হবে। এরপর তথ্য যাচাই করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। তিনি আরও বলেন, অনেক ভোটার মৃত্যুবরণ করেছেন, কেউ কেউ বাদ পড়েছেন, আবার অনেকের নাম তালিকায় ভুলভাবে যুক্ত হয়েছে। এসব সমস্যার সমাধানে কাজ চলছে।
উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। এতে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে জানান, ‘২০২৫ সালের শেষ ভাগ থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব।’
এসএ