দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ দিন ৩০ নভেম্বর।
ডিসেম্বরের ১ থেকে ৪ তারিখ পর্যন্ত যাচাই–বাছাইয়ের পর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রতীক পেয়ে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন। এ সময় আচরণবিধি প্রতিপালনে ৮০২ জন নির্বাহী হাকিম এবং নির্বাচনী অনিয়ম রোধে ৩০০ জন বিচারিক হাকিম নিয়োগ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) থেকে নির্বাচনী এলাকায় নামছেন এই সব হাকিমরা।
এবার ভোটের অন্তত ১২ দিন আগে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের মাঠে নামাতে চায় নির্বাচন কমিশন। সব মিলিয়ে এবার আইন–শৃঙ্খলা বাহিনীর সাড়ে ৭ লাখ সদস্য ভোটের দায়িত্বে নিয়োজিত থাকবে।
এসএ/দীপ্ত নিউজ