দিনাজপুর–২ (বিরল বোচাগঞ্জ) আসন থেকে চতুর্থবারের মত আওয়ামীলীগ মনোনীত নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মনোনয়নপত্র দাখিল করতে এসে বলেছেন, নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে এই ট্রেনে যারা ওঠতে পারবেন তারা এই নির্বাচনের অংশ গ্রহণ করতে পারবেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১১ টার দিকে দিনাজপুর বিরলের সহকারি রিটার্নিং অফিসার আফসানা কাউসারের নিকট তার মনোনয়নপত্র দাখিল করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নির্বাচনের পরিবেশ সম্পর্কে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ঠিক রয়েছে। এই নির্বাচনের ট্রেনে আওয়ামী লীগ, জাতীয় পার্টির সহ বেশ কয়েকটি নিবন্ধিত দল অংশগ্রহণ করছে।
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন নির্বাচনের ট্রেনে যদি কেউ আসতে না পারে বা উঠতে না পারে তারা নির্বাচন না আসলেও একটি অংশগ্রহণ মূলক নির্বাচন হবে। এই নির্বাচনের বিজয়ী আগামী দিনের দেশ নেতৃত্বে থাকবেন।
মনোনয়নপত্র দাখিল এর আগে দলীয় নেতাকর্মীদেরকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পর্পণ করেন। পরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তার নিকট তার মনোনয়নপত্র জমা প্রদান করেন।
সুলতান মাহমুদ/মোরশেদ আলম/দীপ্ত নিউজ