মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫

নির্বাচনকালীন সরকার নিয়ে মার্কিন পর্যবেক্ষক দলের সঙ্গে আলোচনা হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নির্বাচনকালীন সরকার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাকনির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বিবার (৮ অক্টোবর) সফররত মার্কিন প্রাকনির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেছেন, দেশের শাসনতন্ত্র মেনেই নির্বাচন হবে। নির্বাচনকালীন সরকার কিংবা সব দলের অংশগ্রহণ নিয়ে কোন কিছু জানতে চায়নি যুক্তরাষ্ট্রের প্রাকনির্বাচন পর্যবেক্ষক দলটি। তাদের জিজ্ঞাসা ছিলো, কিভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে তারা বলেছেন, নোবডি ক্যান ডিফিট ইয়োর পারফরম্যান্স।

নিষেধাজ্ঞার মার্কিনী ঝড় আসছে, এমন সংবাদ গণমাধ্যমের অতিরঞ্জন উল্লেখ করে মন্ত্রী বলেন, কোন ধরনের বাণিজ্যিক নিষেধাজ্ঞার কথা প্রতিনিধি দলটি বলেননি। এ নিয়া ঘুম হারামের দরকার নাই।

মোমেন বলেন, আমরা একটা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করব। আমরা একটা উদাহরণ সৃষ্টি করতে চাই। যেখানে ভায়োলেন্সও হবে না। কিন্তু আমরা চাইলেই হবে না। সব দলের মতের স্বঃতস্ফূর্ত যোগদান করতে হবে। কেউ কেউ বলছেন, ভোট বর্জন করতে। আমরা চাই, সবাই নির্বাচন করুক। যার গ্রহণযোগ্যতা বেশি সে দল জয়লাভ করবে এবং সরকার গঠন করবে।

পর্যবেক্ষক দল সব দলের অংশগ্রহণ নিয়ে কোনো বার্তা দিয়েছে কি নাজানতে চাইলে মন্ত্রী বলেন, কিছু বলেনি। এ সম্পর্কে কোনো আলোচনা করিনি। তবে আমরা চাই, সবাই নির্বাচনে অংশ নিক। কিন্তু আমরা জোর করে কাউকে বলি না, নির্বাচনে অংশ নাও।

ভোট কারচুপি নিয়ে এবং বেচাকেনা নিয়ে সরকার সতর্ক অবস্থানে থাকবে বার্তা দিয়ে মোমেন বলেন, আমরা কাউকে জোর করে ভোট দেওয়াই না বা কোনো দলের পক্ষে ভোট দেওয়ার জন্য জোর করব না। আমরা চাই, তারা ইচ্ছেমতো ভোট দেবে। এ রকম ব্যবস্থা আমরা করেছি। আমরা বলেছি, ক্যাম্পেইন প্রসেসে যেন কোনো ধরনের ভায়োলেন্স না হয়। যেন ভোট বেচাকেনা না হয় বা ভোট কারচুপি না হয়, সে ব্যাপারে আমরা সতর্ক। আমরা চাই না কেউ জোর করে কাউকে ভোট দিতে বাধ্য করতে।

 

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More