টেস্ট ও টি–টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভারতের কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
সাকিব বলেন, আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট–ই হবে; তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।
তিনি আরও বলেন, টি–টোয়েন্টি বিশ্বকাপ ছিলো এ সংস্করণে তার শেষ ম্যাচ। তবে খেলে যাবেন ওয়ানডে। আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর একদিনের ক্রিকেট থেকেও অবসরে নিবেন তিনি।
বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোন সমস্যা না হয়। বোর্ড খেয়াল করছে। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবে, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব।’
সাকিব জানান, অবসরের বিষয়ে নির্বাচক প্যানেলের সঙ্গে আলোচনা করেছেন তিনি। গেলো ৫ আগষ্টের পর থেকে দেশের বাইরে রয়েছেন সাকিব। পুরো সময়টাতে কাউন্টিসহ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। আগামী মাসে দেশে আসলে নিরাপত্তা দেওয়ার অনুরোধ করেছেন সাকিব।
এজে/ আল/ দীপ্ত সংবাদ