রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধনের শর্ত পূরণ করেছে। এছাড়াও শর্ত পূরণ করেছে বাংলাদেশ জাতীয় লীগ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতীক নিশ্চিত করা জন্য জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) চিঠি দেবে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সিনিয়র সচিব জানান, ৩টি রাজনৈতিক দল ইসি পর্যবেক্ষণে রয়েছে। এগুলো হলো— বাংলাদেশ আমজনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ–শাহজাহান সিরাজ)।
আখতার আহমেদ আরও বলেন, ৯টি দলের কার্যকারিতার বিষয়ে অধিকতর মাঠ পর্যায়ে তদন্ত করা হবে। সেগুলো হলো— আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ। এছাড়া ৭টি দলের আবেদন বাতিল করা হয়েছে।
এসএ