নির্বাচন কমিশন (ইসি) নির্দেশনা জারির পর সুনামগঞ্জ–২ (দিরাই–শাল্লা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্ট আইনজীবী শিশির মনির তার নির্বাচনি এলাকায় সব ধরনের ব্যানার, পোস্টার, ফেস্টুনসহ অন্যান্য প্রচারসামগ্রী সরিয়ে ফেলেছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে দিরাই পৌরসভা পয়েন্টে নিজ পোস্টার নিজেই অপসারণ করেছেন দাঁড়িপাল্লার এ প্রার্থী।
শিশির মনির বলেন, তপশিল ঘোষণার পর নির্বাচন কমিশন ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড ও আলোকসজ্জা অপসারণের নির্দেশ দিয়েছে। এটি রাষ্ট্রের আইন। তাই আমরা নিজেরাই আমাদের পোস্টার ও ফেস্টুনগুলো সরিয়ে দিচ্ছি।
তিনি বলেন, শুধু এখানে নয়, দুই থানার যেসব এলাকায় আমাদের প্রচারসামগ্রী ছিল, সব জায়গা থেকেই নিজ দায়িত্বে তা নামানো হচ্ছে।
তিনি আরও বলেন, আচরণবিধি মানা আমাদের সকলের দায়িত্ব। নিজেদের আচরণবিধি না মেনে অন্যকে উপদেশ দিলে তার কোনো মূল্য নেই। সেই দায়িত্ববোধ থেকেই আজ অপসারণ কার্যক্রম শুরু করেছি। হাতে সময় থাকলেও আইনকে সম্মান জানিয়ে আগেই কাজ করছি। আগামী নির্বাচন যেন আইন মেনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সেটিই আমাদের প্রত্যাশা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৯ ডিসেম্বর (সোমবার)। পাশাপাশি ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে ৪ জানুয়ারি, ২০২৬ (রবিবার) পর্যন্ত মনোনয়নপত্র যাচাই–বাছাই চলবে।
এসএ