১৪ ঘণ্টা পর চট্টগ্রাম নগরের কাপাসগোলা এলাকায় হিজড়া খালে তলিয়ে যাওয়া ৬ মাস বয়সি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় দুর্ঘটনা স্থান থেকে ৮–৯ কিলোমিটার দূরে নিজ বাড়ির কাছাকাছি চাক্তাই খাল এলাকা থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।
শিশুর নাম সেহেরিশ। তার বাবার মো. শহীদ এবং মায়ের নাম সালমা বেগম।
তল্লাশির দায়িত্বে থাকা নৌবাহিনী ডুবুরি টিমের প্রধান লেফটেন্যান্ট বেলাল হোছাইন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিখোঁজ শিশুটিকে তার পরিবারের লোকজন শনাক্ত করেছেন।
এর আগে, শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ৮টার দিকে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে চকবাজার থানার কাপাসগোলা, নবাব হোটেলের পাশের হিজড়া খালে তলিয়ে যায়। রিকশাআরোহী শিশুটির মা সালমা ও দাদী আয়েশাকে উদ্ধার করা হলেও তলিয়ে যায় ৬ মাস বয়সী শিশুটি। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করতে থাকে। পরে তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী, নৌ–বাহিনী এবং সিটি কর্পোরেশন কর্মী।
এসএ