শনিবার, অক্টোবর ১৮, ২০২৫
শনিবার, অক্টোবর ১৮, ২০২৫

নিকাব নিষিদ্ধে পার্লামেন্টে বিল পাস করল পর্তুগাল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নিকাব পরা নিষিদ্ধ করতে পর্তুগালের পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে। মূলত অধিকাংশ উন্মুক্ত স্থান বা জনসমক্ষে ‘লিঙ্গভিত্তিক ও ধর্মীয় উদ্দেশ্যে’অতি দক্ষিণপন্থী চেগা পার্টি এ বিল উত্থাপন করেছিল।

শুক্রবার (১৭ অক্টোবর) পাস হওয়া বিলটিতে জনসমক্ষে নিকাব পরার জন্য ২০০ থেকে ৪ হাজার ইউরো জরিমানা করার প্রস্তাব করা হয়েছে।

সেই সঙ্গে কাউকে তা পরতে বাধ্য করলে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে উড়োজাহাজ, কূটনৈতিক প্রাঙ্গণ ও উপাসনালয়ে নিকাব পরা যাবে।

তবে বিলটি যদি পর্যন্ত আইনে পরিণত হলে পর্তুগালও ইউরোপের সেসব দেশের তালিকায় নাম লেখাবে, যারা জনসমক্ষে নিকাব পরার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন পর্যন্ত ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে উন্মুক্ত স্থানে নিকাব পরা আংশিক বা সম্পূর্ণ নিষিদ্ধ।

শুক্রবার যখন চেগা নেতা পার্টির নেতা আন্দ্রে ভেনচুরা এই বিল উত্থাপন করেন, তখন বামপন্থি দলগুলোর বেশ কয়েকজন নারী আইনপ্রণেতা এই বিলটির বিরোধিতা করেন। কিন্তু মধ্যডানপন্থি জোটের সমর্থনে এটি শেষ পর্যন্ত পাস হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভেনচুরা বলেন, আমরা আজ সংসদের নারী সদস্যদের, আপনার কন্যাদের, আমাদের কন্যাদের, এই দেশে একদিন বোরকা ব্যবহার করা থেকে রক্ষা করছি।

তিনি আরও বলেন, ‘আমাদের গণতন্ত্রের জন্য এবং আমাদের মূল্যবোধ, পরিচয় ও নারী অধিকার রক্ষার জন্য আজ একটি ঐতিহাসিক দিন।’

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More