মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে রাজত্ব করছে শ্রীলঙ্কা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে সফরকারী শ্রীলঙ্কার চেয়ে ১৯৩ রানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড। ৫ উইকেটে তাদের সংগ্রহ ১৬২ রান।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে, ৬ উইকেটে ৩০৫ রান নিয়ে দিন শুরু করে শ্রীলঙ্কা। দিনের খেলা শুরুর দ্বিতীয় ওভারেই উইকেট হারায় লঙ্কানরা। প্রথম সেশনেই ৫৯ বলে ৪৬ রান করা ধনঞ্জয় ডি সিলভার উইকেট নেন টিম সাউদি। এতে সপ্তম উইকেটে ডি সিলভাকাসুন রাজিথার ৪৮ রানের জুটি ভেঙে যায়।

এরপর ১৫ রানের ব্যবধানে কাসুন রাজিথাও ফিরে গেলে বেশি দূর এগোয়নি লঙ্কানদের প্রথম ইনিংস। ৩৫৫ রানেই অলআউট হয়ে যায় তারা। লঙ্কানদের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৩১৬ রান।

প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামা স্বাগতিকদের জবাবের শুরুটা ভালো হয়। টম লাথাম ও ডেভন কনওয়ে উদ্বোধনী জুটিতে যোগ করেছেন ৬৭ রান। তিন নম্বরে ব্যাটিং করতে আসেন কেইন উইলিয়ামসন। তবে ১ রান করেছেন তিনি। উইলিয়ামসনের পর হেনরি নিকোলসকেও এক অঙ্কের ২ রানে ফিরিয়েছেন কুমারা। নিকোলস বিদায় নিলে ব্ল্যাকক্যাপসদের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৭৬ রান । পরপর ৩ উইকেট হারালে কিছুটা চাপে পড়ে তারা। কিউই ওপেনার টম লাথামকে নিয়ে জুটি গড়েন ডেরিল মিশেল।

ব্যক্তিগত ৪০ রানে ডেরিল মিশেল ও মাইকেল ব্রেসওয়েল ৯ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন।

অনু/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More