বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল ছিনিয়ে খাওয়ার নয়, বিলিয়ে খাওয়ার দল। যেখানে নির্যাতন হবে সেখানেই মহিলা দল প্রতিবাদ করবে।
মঙ্গলবার (১৮ মার্চ) বরগুনায় মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর বাবার মরদেহ উদ্ধারের ঘটনায় ভুক্তভোগী মন্টু চন্দ্র দাসের পরিবারের সাথে দেখা করে এসব কথা বলেন তিনি।
আফরোজা আব্বাস বলেন, যেখানে নারীরা নির্যাতিত হবে সেখানে মহিলা দল প্রতিবাদ করবে। বিএনপি আপনার পাশে আছে। শেষ পর্যন্ত থাকবে।
পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে মন্টু দাসকে হত্যা করা হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দুর্দশায় দিন কাটছে পরিবারটির।
এ সময় ভুক্তভোগী পরিবারকে উপহারসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সব ধরনের সহায়তা করার আশ্বাস দেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ–উজ জামান, মামুন মোল্লা, কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান ও বরগুনা জেলা বিএনপির নেতারা।
উল্লেখ্য, বরগুনার এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গত ৫ মার্চ বরগুনা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা মন্টু দাস। ওইদিনই প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ এবং পরে তাকে জেলহাজতে পাঠানো হয়। এরপর ১২ মার্চ মামলার শুনানির দিন ছিল। ওইদিন মধ্যরাতে বাড়ির পেছন থেকে বাদী মন্টুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
শাহ্ আলী/এজে/ দীপ্ত সংবাদ