আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস আমরা অনেকেই জানি। তবে আমরা কি জানি নারী দিবসের রং বেগুনি কেন ?
আসুন জেনে নেই কেন নারী দিবসের রং বেগুনি করা হয়েছে।
২০১৮ সালে আন্তার্জাতিক প্রতিষ্ঠান প্যান্টন নারী দিবসের রং বেগুনি হিসেবে ঘোষণা দেয়। কারন এখানে নারীকে সূর্যের সাথে তুলনা করা হয়েছে। সূর্যের অতিবেগুনি রশ্মি যেমন শক্তিশালী, ঠিক নারীরাও হবে সূর্যের অতিবেগুনি রশ্মির মত শক্তিশালী ও প্রখর।
বেগুনি রংকে নারী দিবসের রং করার কারন হল, লিঙ্গ সমতা, দুরদর্শী চিন্তাভাবনা ও ভবিষ্যতের রং বোঝায়। যেটির জন্য আজও নারীরা যুদ্ধ করে যাচ্ছে। নারীদের পূর্ন মর্যাদা দেয়ার জন্য ও তাদের মুক্তির আন্দোলনের জন্য বেগুনি রংটা যথার্থ বলেই বিবেচিত হয়েছে।
বেগুনি রং হলো অর্জনের প্রতীক। আর এই বেগুনি পরেই নারী সামনে এগিয়ে যাবে, পথকে করে তুলবে মসৃণ। বৈষম্য ভেদ করে নারীরা অতিবেগুনি রশ্মির মতো সাফল্য অর্জন করবে। আর এই বিশেষ দিনটিতে বেগুনি গায়ে জড়িয়ে সমর্থন দিতে পারি আমরা।
যূথী/দীপ্ত সংবাদ