শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫
শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫

নারীর ক্ষমতায়ন সামাজিক লক্ষ্য নয়, এটি টেকসই উন্নয়নের শর্ত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নারীর ক্ষমতায়ন, ডিজিটাল নিরাপত্তা এবং দায়িত্বশীল নাগরিকত্ব বিষয়ে সচেতনতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘রাইজ উইথ ডিগনিটি: এমপাওয়ারিং উইমেন থ্রু স্কিলস, সেফটি অ্যান্ড সলিডারিটি’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) হলসংলগ্ন জুলাই শহীদ স্মৃতি ভবন অডিটোরিয়ামে বিকাল ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত এ আলোচনা অনুষ্ঠিত হয়। এর সঙ্গে সমন্বিতভাবে আয়োজন করা হয় থিম্যাটিক ডায়ালগ; ‘ফ্রম অ্যাওয়ারনেস টু লিডারশিপ: এডুকেটেড ইয়ুথ, উইমেনস রাইটস অ্যান্ড রেসপনসিবল সিটিজেনশিপ’।

অনুষ্ঠানের আয়োজন করে হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থা (এইচএসকেএস)

এই আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব, উন্নয়নকর্মী ও সুশীল সমাজ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন শুধু একটি সামাজিক লক্ষ্য নয়, এটি টেকসই উন্নয়নের একটি অপরিহার্য শর্ত। ডিজিটাল যুগে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে প্রযুক্তিগত সচেতনতা, নীতিগত সহায়তা এবং সামাজিক সংহতি গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

একইসঙ্গে দায়িত্বশীল নাগরিক হিসেবে তরুণদের নৈতিক নেতৃত্ব, তথ্যভিত্তিক অংশগ্রহণ এবং মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান বক্তারা।

প্যানেল আলোচনায় অংশ নেন জেন্ডার টিম লিডার ( ইউএনডিপি, বাংলাদেশ) শারমিন ইসলাম, গভর্ন্যান্স স্পেশালিস্ট (ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ) রিজওয়ানা তাবাসসুম, ফাউন্ডার ও প্রেসিডেন্ট ( হিরোজ ফর অল) ডা. রেহনুমা করিম, চিফ টেকনোলজি অফিসার ও চিফ বিজনেস অফিসার ( গ্রামীণ হেলথটেক লিমিটেড) মোহাম্মদ সোলাইমুন রাসেল এবং সহযোগী অধ্যাপক (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) ডা. মো. খোরশেদ আলম

আলোচনা সঞ্চালনা করেন সাংবাদিক ও নিউজ প্রেজেন্টার সালাউদ্দিন আহমেদ রেজা।

অনুষ্ঠানে সহযোগী হিসেবে ছিল সুখী‘ (উদ্ভাবনী ইহেলথ প্ল্যাটফর্ম)—গ্রামীণ হেলথটেক লিমিটেড। যা স্বাস্থ্যসেবাকে আরও সহজ, ডিজিটাল ও অন্তর্ভুক্তিমূলক করতে কাজ করে যাচ্ছে এবং হিউম্যানি ওয়াচ, যারা অংশগ্রহণকারী ব্যবস্থাপনা ও সামগ্রিক সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে আয়োজক প্রতিষ্ঠান হাসিমুখসমাজ কল্যাণ সংস্থার কোফাউন্ডার এবং প্রেসিডেন্ট নুসরাত আখতার জানান, ‘নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ও দায়িত্বশীল নাগরিকত্ব নিয়ে এ ধরনের আলোচনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

 

আকাশ/এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More