নারায়ণগঞ্জের বন্দরে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ১৯টি ইটভাটাকে ৭০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ। এসময় ৩টি ইটভাটার চুল্লি ভেকু দিয়ে ভেঙ্গে গুড়িয়ে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার দাসেরগাও এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকোশলী কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এসব ইটভাটায় অভিযানা করা হয়।
জরিমানা করা ইটভাটা গুলো হলো – মেসার্স হাজী ব্রিকস, মেসার্স বিসমিল্লাহ ব্রিকস ফিল্ড, মেসার্স আল মক্কা ব্রিকসকে ৬ লাখ করে এবং মেসার্স থ্রি স্টার ব্রিকস, নারায়ণগঞ্জ ব্রিকস ম্যান:, সাইফুল অটে ব্রিকস, আল মদিনা ব্রিকস এন্ড ম্যানু:, মেসার্স জামান ব্রিকস ফিল্ড, মেসার্স বন্ধন ব্রিকস, মেসার্স মামা ভাগিনা ব্রিকস, মেসার্স মায়ের দোয়া ব্রিকসকে ৩ লাখ করে এবং মেসার্স একতা ব্রিকস ফিল্ড, মেসার্স মাশআল্লাহ ব্রিকস ফিল্ড, মেসার্স আল্লাহর দান ভাই ভাই ব্রিকস, মেসার্স চাচা ভাতিজা ব্রিকস, মেসার্স আল্লাহর দান ব্রিকস, মেসার্স বন্ধু ব্রিকস, মেসার্স নিউ আল মদিনা ব্রিকস, মা বাবার দোয়া ব্রিকস, সরদার ব্রিকস ফিল্ডকে ৩ লাখ ৫০ হাজার করে জরিমানা করা হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ১২ টি ইটভাটাকে ৮১ লক্ষ টাকা জরিমানা
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদ আহমেদ বলেন, পবিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ইট পোড়ানোর লাইসেন্স, মাটি ব্যাবহারের জন্য জেলা প্রশাসকের ছাড়পত্র না থাকায় এসব ইটভাটার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। ১৯টি ইটভাটায় অভিযানে ৭০ লাখ টাকা জরিমানা সহ তিনটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক শেখ মুজাহিদ সহ ফায়ার সার্ভিসের সদস্যরা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, পরিবেশ দূষণ রোধের ১০০ দিনের কার্যক্রমের অংশ হিসেবে সদর ও বন্দর উপজেলায় ৩ দিনে মোট ৪৭টি অবৈধ ইটভাটাকে মোট ২ কোটি ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
গৌতম / আল / দীপ্ত সংবাদ