নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সিলভার ক্রিসেন্ট হাসাপাতালে ভুল চিকিৎসা আনিকা নামে এক কিশোরীর মৃত্যুর অভিযোগ করেছে স্বজনরা।
রবিবার (২৪ মার্চ) সকালে ওই কিশোরীর মৃত্যু হয়। বিচারের দাবিতে হাসপাতালে মরদেহ নিয়ে অবস্থান নেয় স্বজনরা। এসময় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে রোগীর স্বজনদের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। হাসপাতালের কয়েকটি গ্লাস ভাংচুর করে নিহত রোগীর স্বজনরা। ঘটনাস্থল থেকে পুলিশ প্রতিষ্ঠানটির চিকিৎসক ও নার্স সহ ৫ জনকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
নিহত মেহনাজ আক্তার আনিকা (১৬) বন্দর উপজেলার মিনারবাড়ি এলাকায় মো. আমানতের মেয়ে এবং ফতুল্লার মুসলিম নগর দক্ষিনপাড়া এলাকার মো. রোমানের স্ত্রী।
নিহতের স্বামী রোমান ও বাবা আমানত সহ স্বজনরা অভিযোগ করেন টনসিল অপারেশন করতে গিয়ে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, মেহনাজ আক্তার আনিকা নামে কিশোরীকে টনসিলের চিকিৎসার জন্য সিলভার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে আনার পর ডাক্তার আব্দুল্লাহ আল মামুনের তত্ত্ববধানে ছিলেন রোগী। ডাক্তার তাদের জানান রোগীর টনসিল অপারেশন করাতে হবে। পরে শনিবার রাতে রোগীর অপারেশন করানো হয়। অপারেশনের পর ওটি রুম থেকে কেবিনে দেওয়া হয় রোগীকে। পরে রাত ৩ টার দিকে রোগী ব্যথায় ছটফট করলে দায়িত্বরত নার্সদের জানালে তারা ডাক্তারের সাথে কথা বলে ইনজেকশন দেয়। ভোর চারটার দিকে পুনরায় ব্যথা অনুভব হলে রোগীকে আবার ইনজেকশন দেয় দায়িত্বরত নার্স। রবিবার সকাল ১০ টার দিকে ব্যথার এক পর্যায় রোগীর মৃত্যু হয়।
তারা আরো বলেন, অপারেশনের পর রোগীর ঠিকমত দেখভাল করেননি ডাক্তার। তার অবেহেলা ও ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয় বলে দাবি করেন স্বজনরা। এ ঘটনায় ডাক্তার ও হাসপাতালের কর্তৃপক্ষের বিচার দাবি করেন তারা।
এ ব্যাপারে সদর মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন জানান, শহরের সিলভার ক্রিসেন্ট হাসপাতালে ভুল চিকিৎসায় এক কিশোরীর মৃত্যু অভিযোগ করেন স্বজনরা। জরুরী সেবা ৯৯৯ নাম্বার পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ । ঘটনাস্থল থেকে প্রতিষ্ঠানটির চিকিৎসক ও নার্স সহ ৫ জনকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর কারন এখনো জানা যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান বলেন, সিলভার ক্রিসেন্ট হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মারা যাওয়ার বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।
গৌতম/ সুপ্তি/ দীপ্ত সংবাদ