নারায়ণগঞ্জ মহানগর বিএনপি উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির কালো পতাকা মৌন মিছিলে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংর্ঘষ হয়েছে। এসময় ৩ সাংবাদিকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) বিকেলে নগরীর বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া প্রেস ক্লাবের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান এর নেতৃত্বে অনুষ্ঠানের প্রস্তুতিকালে যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খোরশেদ ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাজারুল ইসলাম জোসেফ এর সমর্থক ও মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে হয়।
সংঘর্ষ চলাকালীন সময় তারা মোটরসাইকেল, মাইক ভাঙচুর ও ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
পরবর্তীতে সদর থানা পুলিশ ঘটনাস্থলে ৩ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় সময় টিভির ক্যামেরাম্যান মোহাম্মদ আরিফুল ইসলাম ও ৭১ টিভির ক্যামেরাম্যান উল্লাস আহত হয়। তাদের উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। এতে আরো কয়েকজন সাংবাদিককে লাঠি দিয়ে আঘাত করা হয়।
সদর থানার ওসি আনিচুর রহমান জানান, বিএনপি নিজেদের মধ্যে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ গিয়ে তাদের ধাওয়া দিয়ে টিয়ারসেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।
এসএ/দীপ্ত নিউজ