নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমে উঠেছে কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। সেখানে ফুটে উঠছে গ্রাম-বাংলার অতীত সংস্কৃতি। যা দেখতে ভিড় করছেন দূর-দূরান্তের মানুষ।
সোনারগাঁও যেন এখন এক খণ্ড নকশি কাঁথার মাঠ। কারুশিল্প মেলা ও লোকজ উৎসবে ফুটে উঠেছে হাজার বছরের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সব চিহ্ন।
তালপাতার হাতপাখা থেকে শীতলপাটি, মাটির পুতুল থেকে হাঁড়ি-পাতিল, কী নেই এখানে! আর স্থানীয় ঐতিহ্যবাহী জামদানি শাড়ি তো আছেই। প্রথম দিন-ই জমে ওঠে এই আয়োজন। শুক্রবার তৃতীয় দিনও ছিল ক্রেতা-দর্শনার্থীর ভিড়।
এবছরের ব্যবস্থাপনা নিয়ে কিছু অভিযোগ রয়েছে শিল্পীদের। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সোনারগাঁওয়ের এই কারুশিল্প মেলা ও লোকজ উৎসব।